দুই দিনের রাষ্ট্রীয় শোক শুরু
Comments are closedরাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় আজ সকাল থেকে শুরু হয়েছে দুই দিনের শোক। জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করছে বাংলাদেশ। সকাল থেকেই বিভিন্ন অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করা হচ্ছে। এছাড়া কালো ব্যাজ ধারণ, মসজিদে মোনাজাত এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হচ্ছে। শোকের ছায়া নেমে এসেছে ইতালির রাজধানী রোমেও। বন্দুকধারীদের হামলায় ও জিম্মি সংকটে নয়জন নাগরিক নিহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি।