দুই দেশের বিশাল বাজারকে কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী
Comments are closedবাংলাদেশ ও ভারত তাদের বিশাল বাজারকে কাজে লাগাতে পারলে দুই দেশ আরও অনেক এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে দু’দেশের বাণিজ্যকে গুরুত্ব দিয়ে একথা বলেন শেখ হাসিনা। এসময় বাংলাদেশ,ভুটান,ভারত ও নেপালের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনে স্বাক্ষরিত চুক্তিকে জানান দুই নেতা। ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের কাজ শান্তিপূর্ণভাবে এগিয়ে চলায় সন্তোষ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। বলেন,যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার চেয়ে বাস্তবায়ন অনেক কঠিন। কোনো সমস্যা ছাড়াই স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়িত হওয়ায় এ ঘটনা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী।