দুই বিচারক হত্যা মামলায় জেএমবি সদস্য আসাদুলের মৃত্যুদন্ড বহাল
Comments are closedঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় জেএমবি সদস্য আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, আদালত। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এসময় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তাঁর করা আবেদন খারিজ করে দেওয়া হয়। এর আগে, একই মামলায় ২০০৭ সালে শায়খ আব্দুর রহমানসহ ৬ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠিতে দুই বিচারক নিহত হন।