দুই শিশু হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
Comments are closedরাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যা মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সর্দার জানিয়েছেন, গতকাল রাতে থানা পুলিশের কাছ থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। গত ২৯ ফ্রেব্রুয়ারি অরণী ও আমান নামের দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর ওই হত্যার দায় স্বীকার করে ওই দুই শিশুর মা। পরে তাদের পিতা আমানুল্লাহ বাদী হয়ে রামপুরা থানায় ওই হত্যা মামলাটি করেন।