দুঙ্গাকে কোচের পদ থেকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন
Comments are closedব্রাজিলকে শতবর্ষী কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিতে ব্যর্থ হওয়ায় কার্লোস কায়েতানো দুঙ্গাকে কোচের পদ থেকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তার পরিবর্তে ব্রাজিলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫৫ বছর বয়েসী কোচ এবং ম্যানেজার অ্যাডিনর লিওনার্দো বাচ্চি টিটে। কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার কথা কল্পনাও করেনি ব্রাজিল সমর্থকরা। অথচ ব্রাজিলভক্তদের হৃদয় ভেঙে দিয়ে বিশ্বকাপের সফলতম দল আজ প্রতিযোগিতার বাইরে। আর বরাবরের মতোই যে কোনো প্রতিযোগিতায় সেলেসাওদের ব্যর্থতা মানেই কোচ বরখাস্ত হওয়া। সে নিয়ম মেনেই দুঙ্গাকে বরখাস্তের এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।