দুর্ঘটনা প্রতিরোধে নাগরিকদের পাশাপাশি ট্রাফিক পুলিশকে সচেতন হবার আহ্বান প্রধানমন্ত্রীর
Comments are closedমগবাজার-মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর পর পরই যান চলাচলের জন্য খুলে দেয়া হয় আট কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটির দুই কিলোমিটার অংশ। সকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ফ্লাইওভারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর জীবনযাত্রা সহজ করতে কাজ করছে সরকার। এ সময় দুর্ঘটনা প্রতিরোধে নাগরিকদের সচেতন হবার পাশাপাশি ট্রাফিক পুলিশকে আরো সতর্ক হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।