দুর্নীতির মামলায় গণপূর্তমন্ত্রীকে আত্নসমর্পনের নির্দেশ
Comments are closedজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে, দুদকের দায়ের করা এক মামলার শুনানি শেষে, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দুদকের করা মামলা চলবে বলেও রায় দিয়েছেন আদালত। ২০০৭ সালে তিন কোটি টাকা আত্মসাৎ ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।