দৃশ্যমান অগ্রগতি হয়নি তনু হত্যাকাণ্ড ; সিআইডিতে মামলা স্থানান্তর
Comments are closedকুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের এখনও দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি। চলছে নিহতের মরদেহ ও তার পরিবারের সদস্যদের নিয়ে টানাহেচড়া। এমনকি প্রথম দফায় ময়নাতদন্তের প্রতিবেদন এখনও জমা পড়েনি। এমন অবস্থায় পুনরায় ময়নাতদন্তের জন্য পুলিশের আবেদনে তনুর মরদেহ কবর থেকে তোলার প্রক্রিয়া চলছে। সরকারের কাছে নির্মম এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তনুর বাবা, ইয়ার হোসেন।এদিকে, তনু হত্যা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। এরই মধ্যে তদন্ত দলটি কুমিল্লায় পৌছেছে।২০শে মার্চ রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউসের অদূরে কালভার্টের পাশে ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী তনুর মরদেহ পাওয়া যায়। তনুর হত্যাকারীদের শনাক্ত ও বিচারের দাবিতে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থী।