দেখতে ভাল না হলেও গমের গুণগত মান ভাল: খাদ্যমন্ত্রী
Comments are closedব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে সংসদে এবার নিজের পক্ষে যুক্তি তুলে ধরলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি দাবি করেন, লাইব্রেটরিতে গমের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। তাতে খারাপ কিছু পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদপত্রে পঁচা গমের ছবি দেখানো হচ্ছে সেগুলো ব্রাজিল থেকে আমদানি করা গমের ছবি না বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, দেখতে খারাপ হলেও গমের গুণগত মান ভাল।