দেশের একমাত্র স্পোর্টস ভিলেজ গাজীপুরে
Comments are closedগাজীপুরের মাত্র ৯৬ টিঁ প্লট নিয়ে গড়ে উঠেছে লেইজার বাংলাদেশ তৃতীয় প্রকল্প লেইজার মেরিনা স্পোর্টস ভিলেজ। এটি বাংলাদেশের প্রথম একমাত্র স্পোর্টস ভিলেজ। এমনটাই বললেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার সিরাজ। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন এ প্রকল্পে ফুটবল ক্রিকেট,বাস্কেট বল,টেনিস,গল্ফ,,জিমনেশিয়াসহ সুইমিং পুল সুবিধা ভোগ করতে পারবেন লেইজার মেরিনের ক্রেতারা।