দেশে আইনের শাসন ও মানবাধিকার নেই: খালেদা জিয়া
Comments are closedবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য বিরোধী শক্তিকে দমন করতে নির্যাতনের পথ বেছে নিয়েছেন। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষ্যে দেয়া বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, বিএনপি নেতৃত্বাধীন জোটের ৫০ হাজার নেতাকর্মী, সমর্থক কারাগারে রয়েছেন এবং অনেকেই হয়রানি মূলক মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। দেশে আইনের শাসন এবং মৌলিক মানবাধিকার নেই বলেও বিবৃতিতে অভিযোগ করেন বেগম খালেদা জিয়া।