দেশে কোনোদিন জঙ্গিবাদ ছিল না এখনও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
Comments are closedদেশে কোনোদিন জঙ্গিবাদ ছিল না এখনও নেই বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশের নতুন অ্যাপস হ্যালো সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এর মাধ্যমে মানুষ খুব সহজে জঙ্গি ও সন্ত্রাসীদের তথ্য জানাতে পারবে। এক্ষেত্রে তথ্য দাতা নিজের পরিচয় গোপন রাখতে পারবে বলেও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি, গুলশান ও শোলাকিয়ায় হামলার পর পুলিশের সাহসি পদক্ষেপের প্রশংসা করেন।