নক আউট পর্ব নিশ্চিত রিয়াল মাদ্রিদের
Comments are closedচ্যাম্পিয়ন্স লিগে আগেই নক আউট পর্ব নিশ্চিত হয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। জয়ের ধারাবাহিকতায় গতরাতে প্লে মেকার রোনালদো ও বেনজেমার হাট্রিকে সুইডিশ ক্লাব মালমোকে বড় ব্যবধানে হারায় গ্যালাকটিকোরা।তবে উলফসবার্গের সাথে হেরে প্রথমরাউন্ড থেকে বিদায় নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে, দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামছে বড় দলগুলো।