নতুন কৌশলে এগিয়ে যেতে ডিসিদের প্রধানমন্ত্রীর আহবান
Comments are closedসরকারী সুবিধা গ্রহণে জনগণ যেন হয়রানির শিকার না হয় সেদিকে জেলা প্রশাসককদের বিশেষ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিনদিন ব্যাপী জেলা প্রশাসককে সম্মেলনের উদ্বোধনকালে তিনি এই নির্দেশ দেন। এসময় জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, মানবপাচার, যৌতুক বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বাড়াতে তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে রুটিন কাজের বাইরে নিজ নিজ এলাকার বৈশিষ্ট্যর কথা মাথায় রেখে নতুন নতুন কৌশল গ্রহণ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। এছাড়া ছিটমহলবাসী যেন স্থল সীমান্তচুক্তির সুফল পায় সেজন্য গ্রহণ করার বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।