নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ
Comments are closedশপথ নিলেন নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। এর মধ্যে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আসাদুজ্জামান খাঁন কামাল ও স্থপতি ইয়াফেস ওসমান। আর চট্টগ্রামের নূরুল ইসলাম বিএসসি নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তারানা হালিম এবং নূরুজ্জামান আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা।