নদী দুষনমুক্ত রাখতে যৌথ উদ্যোগ মন্ত্রনালয়ের
Comments are closedঢাকার আশে পাশে নদীগুলোকে দুষনমুক্ত রাখতে যৌথ উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রনালয় , নৌ মন্ত্রনালয়, শিল্প মন্ত্রনালয়। সকালে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রনালয় সভাকক্ষে নদীসংক্রান্ত ট্রাস্ট কমিটির বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। এ সময় মংলার ঘোশিয়াখালি চ্যানেল খুলে দেয়া হয়েছে বলেও জানান তিনি।