নভেম্বরেই এলিভেটেডের মূল কাজ শুরু
Comments are closedপহেলা নভেম্বর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সেতুভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন,এরই মধ্যে প্রকল্পটির প্রথম ধাপের ৩২৮টি পাইলিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। নির্ধারিত সময় ২০১৮ সালের মধ্যে শেষ হবে নির্মাণকাজ। তিনটি ধাপে ১৯ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যা গিয়ে ঠেকবে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত।