নাইজেরিয়ার মাইদুগুরি শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৮
Comments are closedনাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মাইদুগুরি শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে সাতজন। আজ ভোরে দেশটির স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম । দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার স্থানীয় সমন্বয়ক মোহাম্মদ কানার জানান, বিস্ফোরণকারী এক নারী, তবে তাকে এখও সনাক্ত করা যায়নি। সম্প্রতি ওই অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর আত্মঘাতী বোমা হামলায় বিভিন্ন সময় প্রায় ৫৪ জন নিহত হয়েছেন।