নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিক্ষোভ
Comments are closedআর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাজধানী কুয়ালালামপুরে সমবেত হয়েছে। বিক্ষোভ আগামিকাল পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, বিক্ষোভ ঠেকাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী নাজিব ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট নামের একটি রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দেশটির মানবাধিকার সংগঠন বেরসিহ এই বিক্ষোভের ডাক দেয়।