নাটোরে সিরিজ বোমা হামলা মামলায় পাঁচজনের যাবজ্জীবন, খালাস দুই
Comments are closedনাটোরে জেএমবির সিরিজ বোমা হামলা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার এ রায় দেন। ২০০৬ সালের ১৬ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান আদালতে এই সিরিজ বোমা হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করলে একই বছরের ২৯ নভেম্বর বিচার কাজ শুরু হয়।