নাট্যঙ্গনের দায়িত্ব পেল প্রবীণরাই
Comments are closedনাট্যঙ্গনের শৃঙ্খলা রক্ষায় প্রথম সর্বসম্মত কোন নির্বাচন। যা নিয়ে উচ্ছাস-উত্তেজনা কিংবা গুঞ্জনও কম হয়নি। কথা উঠেছিল হয়তো তরুণরাই এগিয়ে আসছে এ শিল্পের অভিভাবক হতে। প্রবীন অনেক নাট্য তারকারাও চেয়েছিল ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে নেতৃত্ব দিক তরুনরাই। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গিল্ডের দায়িত্ব পেলেন প্রবীণরাই। এ নির্বাচনে সভাপতি হয়েছেন গাজী রাকায়েত। সহ-সভাপতি পদে তার সহযোগী হলেন কচি খন্দকার। আর সাধারন সম্পাদক নির্মাতা এস এ হক অলিক।
মাত্র ৪০ ভোটের জন্য হেরে গাজী রাকায়াতের কাছে হেরে গেলেন সভাপতি পদপ্রার্থী অভিনেতা জাহিদ হাসান, তরুণদের মধ্যে আলোচনায় দৌড়ে ছিলেন সবথেকে অগ্রগামী। হেরেছেন অপর প্রার্থী কায়েস চৈাধুরীও। অন্যদিকে নির্মাতা এস এ হক অলিকের চেয়ে মাত্র ৬৫ টি ভোট কম পেয়ে সাধারন সম্পাদক পদে হেরেছেন মোস্তফা কামাল রাজ।
নির্বাচনে সহ সভাপতি পদে লড়েছিলেন নাট্য পরিচালক সকাল আহমেদ, শুভ্র খান, আকরাম খান, চয়নিকা চৈাধুরী ও সৈয়দ শাকিল। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান সাগর। অর্থ সম্পাদক হয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল আর প্রচার সম্পাদক হলেন জুয়েল মাহমুদ। কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১০ জন। উল্লেখ্য ডিরেক্টরস গিল্ডের মোট সদস্য সংখ্য ছিল ৩৭৯ জন।
নির্বাচন নিয়ে গতকাল বেশ সরগরম ছিল শিল্পকলা একাডেমীর পরিক্ষণ থিয়েটার হল। প্রথমবারের মতো হতে যাওয়া এই নির্বাচন পরিণত হয়েছিল ছোট পর্দার তারকাদের মিলনমেলায়। তবে মাত্র ৩৭৯ জন ভোটারের ফলাফল প্রকাশ নিয়ে ভোর ৪ টা নাগাদ পর্যন্ত অপেক্ষা জন্ম দিয়েছে খানিকটা বিতর্কের।