নানা অভিযোগ আশকোনার হজ যাত্রীদের
Comments are closedকিছু জটিলতা এখনও পিছু ছাড়ছে না হজ যাত্রীদের। বারকোড, ভিসা এবং বিমানের টিকেট না পাওয়ায় বিশেষ করে বেসরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের শেষ মুহূর্তে এসে সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এমন নানা অভিযোগ এখন আশকোনার হজ্জ ক্যাম্পে অবস্থানরত হজ যাত্রীদের। এ পর্যন্ত ৮২ হাজার হ্জ যাত্রী ভিসা পেলেও মাত্র ৩৭ হাজার ৯৯ জন সৌদি আরব গেছেন।