নারী ভোটার কমায় সুজন-এর অসন্তোষ
Comments are closedভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ত্রুটি রয়েছে বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, হালনাগদ করতে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি যায় না। সে কারণে অনেক নারীই ভোটার হতে পারেন না। এছাড়া ভোটার তালিকায় ১৫ থেকে ১৬ বছর বয়সীদের অন্তর্ভূক্তি নিয়েও ইসির সমালোচনা করেন সুজন সম্পাদক। সংবাদ সম্মেলনে বিশিষ্ট কলামিস্ট আবুল মকসুদও ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে নির্বাচন কমিশনের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন।