নার্গিসের উপর হামলাকারীর মৃত্যদণ্ডসহ তিনদফা দাবি জানিয়েছেন তার সহপাঠিরা
Comments are closedসিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর হামলাকারীর মৃত্যদণ্ডসহ তিনদফা দাবি জানিয়েছেন তার সহপাঠিরা। সকালে কলেজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি থেকে তাঁরা এই দাবি জানান। দাবিগুলো হলো, মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর, আসামী বদরুলের ফাঁসি নিশ্চিত করা এবং ছাত্রীদের যাতায়াতে পথে নিরাপত্তা নিশ্চিত করা। আজ ক্লাশ-পরীক্ষা বর্জনের পাশাপাশি আগামীকাল কালো ব্যাজ ধারণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিবেন তারা। পরদিন, করা হবে প্রতিবাদ সমাবেশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নার্গিসের সহপাঠিরা।এদিকে, বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নারগিসের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন, চিকিৎসকরা। তাকে রাখা হয়েছে, লাইফ সাপোর্টে। গতকাল বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। পরে অন্য শিক্ষার্থীরা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক বদরুলের বিরুদ্ধে প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে, শাবিপ্রবি শাখা ছাত্রলীগ।