নিউইয়র্কে শেখ হাসিনা-মোদি বৈঠক
Comments are closedসার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য শীর্ষ সম্মেলনের পাশাপাশি নেতাদের আরও বেশি পারস্পরিক সাধারণ অলোচনা অব্যাহত রাখা প্রয়োজন বলে একমত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিউইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হোটেল ওয়ালড্রফ এ্যাস্টোরিয়ায় তাদের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক হয়। দুই নেতাই বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে এই হোটেলে অবস্থান করছেন। প্রায় আধা ঘন্টার বৈঠকে তারা স্থল সীমানা চুক্তি ও তিস্তার পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন সহ আঞ্চলিক এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিস্ট বিভিন্ন বিষয নিয়ে আলোচনা করেন। এসময় মোদি কোন সময় উল্লেখ না করলেও তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হওয়ার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেন।