নিউজিল্যান্ডে পতাকা বদলের ইস্যুতে আজ ভোট
Comments are closedনিউজিল্যান্ডের জাতীয় পতাকা বদলের ইস্যুতে চূড়ান্ত ভোট শুরু হবে আজ। তিন সপ্তাহব্যাপী নির্বাচনের মাধ্যমেই চূড়ান্ত হবে দেশটির পতাকা। এ সময়ে দেশটির সাধারণ জনগণ রায় দেবেন তারা আগের পতাকা নিয়ে থাকবেন, নাকি কালো ও নীলের জমিনে রুপালি ফার্ন সম্বলিত পতাকা বেছে নেবেন। গত বছর পতাকা বদল নিয়ে অনুষ্ঠিত গণভোটে রুপালি ফার্ন আকা নকশার পতাকাটি পাঁচটি বিকল্প নকশা থেকে সেরা নির্বাচিত হয়। ওই গণভোটে ওই পতাকার নকশাটি পায় ৫০ দশমিক ৫৮ ভাগ ভোট। এবার ভোট সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ পর্যন্ত। এরআগেই সবাইকে ভোট দিতে বলা হয়েছে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৩০ মার্চ।