নিউমুরিং কন্টেইনার টার্মিনালের উদ্বোধন আজ
Comments are closedচট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-এনসিটি’র উদ্বোধন হবে আজ। বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। টার্মিনালের পাঁচটি জেটির মধ্যে একটি বন্দরের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। বাকি চারটি জেটি পরিচালনার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে এনসিটি’র নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ২০০৭ সালের ডিসেম্বরে। এতে ব্যয় করা হয়েছে ৪৬৮ কোটি ৯০ লাখ টাকা। পরে দুটি জেটির পেছনের কনটেইনার রাখার চত্বর তৈরিতে ব্যয় করা হয় আরো প্রায় ৯৮ লাখ টাকা।