নিজামীর আপিল শুনানির সময় আবেদন খারিজ
Comments are closedমানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড চ্যালেঞ্জ করে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর করা আপিল শুনানী শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। গত বছরের ২৯ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন নিজামীকে। এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন মতিউর রহমান নিজামী।