নিজামীর মামলা:আগামীকাল চূড়ান্ত তর্কে অংশ নেবেন উভয়পক্ষের আইনজীবীরা
Comments are closedজামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপীলের উপর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ। আগামীকাল পাল্টা যুক্তি তর্ক উপস্থাপন করবে উভয়পক্ষ।সকাল থেকে দুপুর পর্যন্ত প্রান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চে রাষ্ট্রপক্ষের এটর্নি জেনারেল নিজামীর ফাসির পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এদিকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যদণ্ড কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের মামলায় তার আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলামকে এক বছরের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।