নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি বিএনপির
Comments are closedনিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন বলেন, নিরপেক্ষ সরকারের রূপরেখা কেমন হবে তা নির্ধারণে সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সরকারকে আলোচনার আহবান জানান তিনি। সরকারি দলের ক্যাডারদের কারণে জেলা প্রশাসকরা দায়িত্ব ঠিক মত পালন করতে পারছেন না বলেও অভিযোগ করেন ড. রিপন। এসময় সদ্য বিলুপ্ত হওয়া ছিটমহলের নাগরিকদের অভিনন্দন জানিয়ে তাদের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই মুখপাত্র।