নীলাদ্রি হত্যায় একজন শনাক্ত
Comments are closedব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার ঘটনায় আটক দুজনের মধ্যে একজনকে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান। বলেন,নিলয় হত্যার পর গত ১৩ই আগস্ট সাদ-আল-নাহিয়ান ও মাসুদ রানা নামে আনসারুল্লাহ বাংলা টিমের যে দুজনকে গ্রেফতার করে ডিবি, তাদের মধ্যে একজন হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিল।সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম আরও জানান, রাজধানীতে কিডনি পাচার চক্রের পাঁচ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তিনি আরও বলেন, চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষদের আর্থিক প্রলোভন দেখিয়ে ঢাকায় আনতো। পরে তাদের অচেতন করে অস্ত্রপচারের মাধ্যমে কিডনি সংগ্রহ করা হতো।