নূর চৌধুরীর প্রত্যর্পণের বিষয়ে সম্মত কানাডা-বাংলাদেশ
Comments are closedবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীর প্রত্যর্পণের বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে সম্মত হয়েছে, বাংলাদেশ ও কানাডা। শুক্রবার দেশটির একটি হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মোহাম্মদ শহীদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এরআগে, কানাডার মন্ট্রিলে ফিফথ গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্সে শেখ হাসিনা আহ্বান জানান, নারীর ক্ষমতায়ন, বৈশ্বিক নিরাপত্তা জোরদার ও যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইডস রোগ প্রতিরোধে বিশ্ব নেতাদের এগিয়ে আসার। তুলে ধরেন স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নে তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মাইক্রোসফটের প্রধান বিল গেটসের পরই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন, প্রধানমন্ত্রী। এ সময় একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তার বাবা পিয়েরে ট্রুডোকে মরণোত্তর মুক্তিযুদ্ধ সম্মাননা পদক প্রদান করেন, শেখ হাসিনা।