নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আবেদন করল পশ্চিমবঙ্গ
Comments are closedনারায়ণগঞ্জের সাত খুন মামলার মূল অভিযুক্ত নূর হোসেনের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নিতে ভারতের বারাসাতের আদালতে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বারাসাতের নিম্ন আদালতে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ এ আবেদন জানানো হয়। ভারতে অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় নূর হোসেন ছাড়া বাকী দুই আসামি ওহাদুজ্জামান শামীম ও খান সুমনের বিরুদ্ধে মামলা চলবে। দমদম সেন্ট্রাল জেলে বন্দি নূর হোসেনের বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর। আদালত নূর হোসেনের বিরুদ্ধে করা মামলা তুলে নিলে ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।