নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা হবে:প্রধানমন্ত্রী
Comments are closedনৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার মংলায় নবনির্মিত এলসিটি-১০৩ ও এলসিটি ১০৫ নৌবাহিনীতে সংযুক্তিকরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাহিনীর আধুনিকায়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন হবে। পরিকল্পনার আওতায় আমেরিকায় তৈরি আরও একটি ফ্রিগেট বানৌজা সমুদ্র অভিযান এবং চীনে নির্মাণাধীন অত্যাধুনিক দুটি করভেট বানৌজা প্রত্যয় এবং স্বাধীনতা এ বছরেই নৌবহরে সংযোজিত হবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নৌবাহিনী দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।