নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ
Comments are closedবরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১২টি এবং মহিলা বিভাগে ০৩টি নৌকা অংশগ্রহণ করে। পুরুষ বিভাগের কালাই গ্রুপে খুলনার মাহবুবুর রহমান মোল্যার নৌকা ১ম, আনোয়ার মোল্যার নৌকা দ্বিতীয় হয়। আর টালাই গ্রুপে খুলনার দিদার মোল্যার নৌকা ১ম ও একই এলাকার দীপক কুমার মণ্ডলের নৌকা দ্বিতীয় স্থান লাভ করে। অন্যদিকে, মহিলা গ্রুপে নড়াইলের গানের পাখি ১ম ও একই জেলার জলপরী ২য় হয়।