পণ্য অবরোধে সংকটে নেপাল
Comments are closedভারত কর্তৃক পণ্য অবরোধের পর খাদ্য, ওষুধ ও জ্বালানী সংকটে পড়েছে নেপাল। একই সঙ্গে দেশটির ৩০ লাখেরও বেশী শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। গতকাল তাদের ওয়েবসাইটে প্রকাশ করা প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি নেপালে নতুন সংবিধান প্রণয়নের পর থেকে দেশটিতে ভারতীয় বংশোদ্ভুত সংখ্যালঘু সম্প্রদায় মদেশীয়রা বিক্ষোভ শুরু করে। এর জের ধরে প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে ভারত দেশটিতে পণ্য অবরোধ অব্যাহত রেখেছে।