পদ্মার পানি বাড়ছেই
Comments are closedকয়েকদিনের ব্যবধানে রাজশাহী অঞ্চলে পদ্মার পানি আশঙ্কাজনক হারে বেড়েছে। আর পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় নতুনভাবে প্লাবিত হয়েছে শহরের বেশ কিছু এলাকা। সেই সঙ্গে শহর রক্ষাবাঁধও রয়েছে হুমকির মুখে। ফলে জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি শহরও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে তীব্র উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নগরবাসী। এদিকে, মহানগরীর পার্শ্ববর্তী এলাকা পবার হরিপুর ইউনিয়নের বশরী, হাড়পুর, নবগঙ্গা, সোনাইকান্দি, বেড়পাড়া ও খোলাবোনা এলাকায় পদ্মার পানি ঢুকে পড়েছে। নবগঙ্গা এলাকার বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। ওই এলাকায় ইতোমধ্যে প্রায় ১২টি বাড়ি ভেঙে গেছে। পানিবন্দী রয়েছে প্রায় ২৬০টি পরিবার। অপরদিকে, পদ্মায় পানি বৃদ্ধির ফলে মহানগরী ছাড়াও জেলার চারঘাট, বাঘা ও গোদাগাড়ীর অনেক এলাকা প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে ওই এলাকার মানুষ। বাঘার ১১টি স্কুল এরই মধ্যে পানিতে ভেসে গেছে। সেসব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।