পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের কাজ উদ্বোধন আজ
Comments are closedদেড় দশকেরও বেশি সময় আগে উদ্যোগ নেয়া হয়েছিল, বিশ্ব ব্যাংকের সঙ্গে ক্ষমতা দ্বন্দ্বে নতুন উদ্যোগও এক সময় ফিকে হতে শুরু করেছিল। সেইসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদ্মার বুকে বহু মানুষের স্বপ্নের সেতুর মূল নির্মাণ কাজ এবার শুরু হতে যাচ্ছে আজ। মূল সেতুর নির্মাণ ও নদী শাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রায় ২৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই সেতু দিয়ে ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত হবে দেশের দক্ষিণ জনপদের ১৯ জেলা, চলবে ট্রেনও। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৭ নম্বর পিলার মাওয়া পার থেকে নদীর এক কিলোমিটার ভিতরে। এই পিলারের মাধ্যমে কাজ শুরু হবে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদী শাসন কাজেরও উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি এক সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। এই সমাবেশে আড়াই লাখ লোক সমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে । কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন। পুরো এলাকার মোতায়েন করা হয়েছে ১৬০০ পুলিশ ।