পরিবারের সঙ্গে শেষ দেখা করতে চান সাকা ও মুজাহিদ:
Comments are closedশেষবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা দেশের দুই শীর্ষ যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী। গতকাল রাত ১০টা ৪০ মিনিটে কারা কর্মকর্তারা তাদের রায় পড়ে শোনান। এরপরই তারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। গত রাতেই তাদের শারিরিক পরীক্ষা সম্পন্ন করেছেন দুই কারা চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন ডা. বিপ্লব কান্তি। তিনি আরো জানান,সম্পূর্ন সুস্থ্য আছেন আলী আহসান মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী।