পলাতক খুনিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত না সরকার
Comments are closedবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির চারজনের অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য নেই সরকারের কাছে। এই হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ৫ জনের ফাঁসি কার্যকর হয়েছে ২০১০ সালে। বাকীদের একজন মারা গেছেন এবং ছয়জন পলাতক আছেন। এরা হলেন, এম রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, আব্দুল মাজেদ ও মোসলেহউদ্দিন খান। এদের মধ্যে রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে এবং নূর চৌধুরী কানাডায় আছেন।