পাকিস্তানের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি
Comments are closedপাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন একাত্তরের মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা। বিজয়ের মাসের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে তারা একথা বলেন। ডিসেম্বর: বিজয়গাঁথা শীর্ষক সেক্টর কমান্ডার্স ফোরামের আয়োজনে এ অনুষ্ঠানে এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বলেন, মুক্তিযুদ্ধে যে পাকিস্তান বিনা শর্তে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তারাই আবার তাদের দোসর যুদ্ধাপরাধীদের ফাঁসি নিয়ে কথা বলা শুরু করেছে। অনুষ্ঠানে জাতিসংঘে পাকিস্তানের সদস্যপদ বাতিল করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপনের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। একইসঙ্গে পাকিস্তানের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব করেন।