পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Comments are closedপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির দুর্নীতি দমন আদালত। সকালে এ পরোয়ানা জারি করা হয়। একই সাথে পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি’র সিনিয়র নেতা মখ্দুম আমিন ফাহিমের বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ’র আদালতে এ দু’জনের বিরুদ্ধে দুর্নীতি বিষয়ক ১২টি মামলার চার্টশিট দাখিল করা হলে তাদের গ্রেফতার করতে নির্দেশ দেন আদালত। এদিকে, জঙ্গি হামলার আশঙ্কায় পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিসহ ৩৬টি বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।