পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১৩ জঙ্গি নিহত
Comments are closedপাকিস্তানের পেশোয়ারে বিমানবাহিনীর ঘাঁটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের হামলায় ১৩ জঙ্গি নিহত হয়েছে। সকালে পেশোয়ারের বাদাবের এলাকায় বিমান বাহিনীর ইনকিলাব ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে।দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল অসীম বাজওয়া জানান, জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ে ১০ জন সেনাসদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পেশোয়ারের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পরই এর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি।