পানিবন্দি বহুমানুষ: টেকনাফে পাহাড় ধসে দুই জনের মৃত্যু
Comments are closedটানা বর্ষণে কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। চার দিনের টানা বর্ষনে চট্রগ্রামসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত কিছুটা কমেছে। তবে পাহাড়ি ঢলের কারনে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পটুয়াখালীসহ জেলার অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চসহ সব ধরনের নৌ-চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে, স্বাভাবিক রয়েছে ঢাকাগামী লঞ্চ চলাচল। এছাড়াও চাঁদপুর,ঝিনাইদহ,ফরিদপুর,পাবনা,রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে পানি কমতে থাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে, ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকার ক্ষেতের ফসল।