পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন
Comments are closedঅর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি, যোগ দিয়েছেন পালন করেছেন শিক্ষকরা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রতিবাদে জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। স্বতন্ত্র পে-স্কেলের দাবি ও নতুন পে-স্কেলে শিক্ষকদের মানহানী হয়েছে বলে আন্দোলনে নামেন তারা। শিক্ষকদের এই কর্মবিরতির কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। এদিকে, গতকাল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অর্থমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেধে দেন।