পার্বত্য চট্টগ্রামে ভূমি আইন সংশোধনীর দাবিতে হরতাল পালিত
Comments are closedপার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে ছয়টি বাঙালি সংগঠন। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ, পার্বত্য বাঙালি শ্রমিক গণপরিষদ ও পার্বত্য যুবফ্রন্ট হরতাল পালন করছে। তাদের দাবি, আইনটির কারণে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালিরা ভূমি থেকে উচ্ছেদ হবেন এবং হারাবেন ভূমির অধিকার। হরতালের সমর্থনে কোথাও কোথাও পিকেটিং করতে দেখা গেলেও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। তবে, আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। ছেড়ে যায় নি দূরপাল্লার বাস। বন্ধ রয়েছে দোকান পাট। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।