পালমিরায় আইএসের ঘাটিতে রাশিয়ার বোমা হামলা
Comments are closedসিরিয়ার প্রাচীন শহর পালমিরায় ইসলামিক স্টেট-আইএসের ঘাটি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বোমা হামলায় আইএসের একটি পরিখা প্রাচীর, একটি ভূগর্ভস্থ বাংকার এবং বিমানবিধ্বংসী অস্ত্র ধ্বংস হয়েছে। তবে, বোমা হামলায় পালমিরার প্রত্নতত্ত্বের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি। পালমিরা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। গত মে মাসে স্থানটি দখলে নেয় আইএস।