পিছিয়ে গেল রক্তের মুক্তি …আসছে ওম শুভশ্রীর “প্রেম কি বুঝিনি”
Comments are closed
জাজের যেকোন ছবির অনুষ্ঠানে জাজের কর্নধার আব্দুল আজিজকে লাগে বেশ প্রানবন্ত। প্রতিটি অনুষ্ঠানে তিনি চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন । কিন্তু ১২ আগস্ট মুক্তি পেতে যাওয়া নিয়তি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বললেন,জাজ ভক্তদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। কিন্তু পুরোপুরি খোলাসা করলেন না কী সেই খবর?
বলা হয়েছিল পবিত্র ঈদুল আযহায় মুক্তি পাবে পরী মনি অভিনীত রক্ত সিনেমাটি। কিন্তু ঈদে আসছে না ছবিটি। অতঃপর বুঝতে আর বাকি রইল না সেই দুঃসংবাদটি কী। তবে জাজ নিরাশ করছে না তাদের দর্শকদের। রক্তের পরিবর্তে মুক্তি দেয়া হচ্ছে ওম ও শুভশ্রী অভিনীত ছবি “প্রেম কি বুঝিনি”।গতকাল রাতে জাজের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এরইমধ্যে রক্ত সিনেমার পরি গানটি ইউটিউবে দেখা হয়েছে প্রায় সাড়ে তিন লাখের বেশি । ছবিটির টিজারও হয়েছে বেশ আলোচিত। তবে বিগ বাজেটের রক্ত সিনেমাটি মুক্তির তারিখ পেছানোর কারন ছবির শুটিং। বিভিন্ন কারনে রক্তের অনেকাংশের শ্যুটিং শেষ হয় নি। যে কারনেই জাজের এই সিদ্ধান্ত। রক্ত সিনেমাটি পরিচালনা পরিচালনা করছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন ।
এদিকে একটি মিষ্টি কমেডি রোমান্টিক সিনেমা “প্রেম কি বুঝিনি”। শুভশ্রি -ওম ছাড়া এতে অভিনয় করেছে জান্নাতুল পিয়া, রেবেকা, হাসান ইমাম, নাদের চৌধুরীসহ অনেকে । প্রেম কি বুঝিনি” সিনেমাটির ৮০ শতাংশ শুটিং হয়েছে লন্ডনে । কিছু দিনের মধ্যেই এই সিনেমাটি সেন্সর এ জমা দেয়া হবে । ১৩ই অগাস্ট থেকে শুরু হবে সিনেমার প্রমোশন ।