পিরোজপুরে ডাবল হত্যা মামলায় একজনের ফাসির রায়
Comments are closedপিরোজপুরে ডাবল হত্যা মামলায় আসামী গৌতম রায়কে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে আসামীর উপস্থিতিতে এ রায় দেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া। ২০১১ সালের ২ ফেব্রুয়ারী পিরোজপুর সদর উপজেলার বাদুড়া গ্রামে নিজ বাড়িতে দন্ডপ্রাপ্ত গৌতম তার স্ত্রী সীমা ও চাচী শেফালীকে দা দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এ হত্যার ঘটনায় নিহত সীমার বাবা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুড়িবুনিয়া গ্রামের ক্ষিতিশ চন্দ্র ভক্ত পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।