পিস স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা
Comments are closedসরকারি নির্দেশে পিস স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা। সেই সঙ্গে, জীবনজীবিকা নিয়ে অনিশ্চিয়তায় ভুগছেন সেখানকার শিক্ষক কর্মচারীরা। তাদের দাবি, পিস টিভির সঙ্গে শুধু নামে মিল ছিল। আইনবিরোধী কাজে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন তারা।
রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকা। ক’দিন আগেই সেখানে চালু ছিল পিস স্কুলের একটি শাখা। অথচ, এখন গেটের সামনে স্বাক্ষরহীন নোটিশে, অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের ঘোষণা। নামিয়ে ফেলা হয়েছে, নাম ফলকও। হঠাৎ প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা। তাদের দাবি, সমস্যা থাকলে স্কুল বন্ধ করতেই পারে সরকার। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থাও নিশ্চিত করতে হবে সরকারকেই। বন্ধ হয়ে যাওয়া এই পিস স্কুলটির অফিস কর্মচারী সাদিকের দাবি, ধর্মবিষয়ক বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠানের সঙ্গে নাম ছাড়া আর কোন মিল নেই তাদের প্রতিষ্ঠানের। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এমন একাধিক পিস স্কুল চালু ছিল। সবগুলোর অবস্থাই প্রায় এক। অভিযোগ রয়েছে, কোথাও কোথাও নাম পাল্টে আবারও শুরু হয়েছে পাঠদান।